Ridge Bangla

হাসপাতালে ভর্তি কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মী হাসান আলী।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসান আলী লেখেন, “কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন। আমিন।” স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব হাসান। তার হাতে ক্যানোলা লাগানো এবং স্যালাইন চলছে।

২০১৮ সালে ইউটিউবে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে চ্যানেল খুলে যাত্রা শুরু করেন রাকিব হাসান। খুব অল্প সময়েই তার নির্মিত হাস্যরসাত্মক ও সমাজসচেতনমূলক নাটক ও কনটেন্ট কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ভিউয়ার্স পেত।

কনটেন্ট নির্মাণের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিব হাসানের। তার লেখা নাটক ও স্ক্রিপ্ট সমানভাবে প্রশংসিত হয়েছে। হাস্যরসের আড়ালে সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরতে পারদর্শী রাকিব হাসান স্বল্প সময়ে অনলাইনের প্রজন্মের কাছে হয়ে উঠেছেন প্রিয় নাম।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন