Ridge Bangla

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন হঠাৎ কক্সবাজারে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ পাঁচ নেতাকে। এ ঘটনাকে ঘিরে দলে ব্যাপক আলোচনা-সমালোচনার পর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন। এ সফরের বিষয়ে ‘রাজনৈতিক পর্ষদ’-কে পূর্বে কোনো তথ্য বা অনুমতি দেওয়া হয়নি।

এতে আরও বলা হয়, “আপনার এ সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”

দলের ভেতরে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, এমন সংবেদনশীল দিনে দলীয় শীর্ষ নেতাদের এই ধরনের সফর সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

আরো পড়ুন