Ridge Bangla

হামজাকে জাতীয় দলের অধিনায়ক করার প্রস্তাব আমিনুল হকের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীকে দেখতে চান সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। তাঁর মতে, লেস্টার সিটির এই তারকা ফুটবলারই হতে পারেন লাল-সবুজ দলের নতুন প্রেরণার উৎস।

বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়কত্বে রয়েছেন জামাল ভূঁইয়া, তবে তিনি নিয়মিত একাদশে না থাকায় মাঠে নেতৃত্বের দায়িত্ব প্রায়ই সামলান তপু বর্মণ বা সোহেল রানা। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচে সোহেল রানা ছিলেন আনুষ্ঠানিক অধিনায়ক, কিন্তু মাঠে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন হামজা চৌধুরী—যিনি মাঠে সহখেলোয়াড়দের উজ্জীবিত করে রেখেছিলেন পুরো সময়জুড়ে।

এই পারফরম্যান্সের পরই জাতীয় দলের নেতৃত্ব হামজার হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন আমিনুল হক। তাঁর মতে, “হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তিনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, কারণ লেস্টার সিটিতেও তিনি অধিনায়কত্ব করেছেন।”

একই সঙ্গে তিনি বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগেরও পরামর্শ দেন। আমিনুল বলেন, “দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় নিয়ে কাবরেরা নিজে সরে দাঁড়ানো উচিত। না হলে বাফুফের উচিত তাকে পদত্যাগে বাধ্য করা।”

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল আরও বলেন, “হামজাকে অধিনায়ক করলে দলীয় বিভ্রান্তি বা দ্বিধা-দ্বন্দ্ব কমবে। কেউ এতে দ্বিমত পোষণ করবে না, বরং সবাই আরও উৎসাহিত হবে। ফেডারেশন যদি তাকে নেতৃত্ব দেয়, তাহলে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিবাচক অধ্যায় শুরু হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন