Ridge Bangla

হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন দুই পাকিস্তানি গায়ক

দক্ষিণ এশিয়ার শোবিজ অঙ্গনে সৌন্দর্য ও অভিনয়ের কারণে আলোচিত নাম হানিয়া আমির এবার প্রথমবারের মতো আসছেন ঢাকায়। চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থানে থাকায় তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

হানিয়া দীর্ঘদিন ধরে সানসিল্ক পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এই ব্র্যান্ড প্রতিনিধিত্বের অংশ হিসেবে তিনি ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন এবং সানসিল্কের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন।

হানিয়ার আগমনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সংগীতপ্রেমীদের জন্য আরও সুখবর রয়েছে। অক্টোবরেই ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট এবং ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

তালহা আনজুম ও তালহা ইউনুস আপন ভাই না হলেও শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু। স্কুলজীবনে তারা ‘ইয়াং স্টানার্স’ নামে ডুয়ো ব্যান্ড গঠন করেন। তাদের গান বিশেষ করে হিপহপ ও র্যাপ ঘরানার মধ্যে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র্যাপের প্রচলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে প্রথম পরিচিতি পায় তারা। এরপর ‘ম্যালা মজনু’ এবং ‘লাম সাই চৌরা’সহ আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তারা। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন।

ঢাকায় হানিয়া আমির ও এই দুই হিপহপ গায়কের উপস্থিতির খবর নতুন বিনোদনপ্রেমীদের জন্য উচ্ছ্বাস তৈরি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন