Ridge Bangla

হানিফ সংকেতের নতুন আয়োজন কুড়িগ্রামে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। দেশের উত্তরাঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত পর্বটি প্রচার হবে ৩১ অক্টোবর রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

ফাগুন অডিও ভিশন প্রযোজিত এই পর্বে থাকবে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি পরিচিতিমূলক গান রচিত হয়েছে মনিরুজ্জামান পলাশের কথায়, যাতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী এতে অংশ নিয়েছেন।

আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’। এটি পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গায়ক পূর্ণচন্দ্র রায়। গানটির মূল সুর আব্বাসউদ্দীনের হলেও, ‘ইত্যাদি’-র জন্য নতুনভাবে সংগীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতোই এবারের পর্বেও থাকছে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য, নদীবন্দর চিলমারী এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এছাড়া মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা ভাসানী, বীরপ্রতিক তারামন বিবি এবং ভাওয়াইয়া সংগীতচর্চায় অবদান রাখা ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও থাকছে আলোকপাত।

নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়ে নির্মিত নাট্যাংশ। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন