Ridge Bangla

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নব্বই দশক থেকেই শিল্প সংস্কৃতির শেকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে।

ইত্যাদি-র নতুন পর্ব প্রচারিত হবে আগামী ২৯ আগস্ট, শুক্রবার। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে। রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিতব্য অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করেন হাজারো দর্শক। কেউ এসেছেন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অনুষ্ঠান এবং এর কর্ণধার হানিফ সংকেতকে স্বাগত জানাতে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় স্থানটি। কেবল আমন্ত্রিত দর্শকই নন, অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষ মানুষ জড়ো হয় তাঁদের প্রিয় অনুষ্ঠানটি দেখার জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে থাকবে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষকেন্দ্রিক ব্যবসা, জেলেদের করুণ জীবনযাত্রা ও বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিং সামার প্যালেস।

এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। শুরুতেই ভোলা জেলাকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। অন্যদিকে একটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ইত্যাদি-র নিয়মিত সামাজিক নাট্যাংশে দেখা যাবে সমসাময়িক নানা প্রসঙ্গ— কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, সাংস্কৃতিক বিতর্ক, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণা, ভাইরাস আতঙ্ক, চোরের সংজ্ঞা ইত্যাদি। অভিনয়ে অংশ নিয়েছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন