Ridge Bangla

হাতিরঝিলের পানি পরিশোধনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রাজধানীর অন্যতম জলাধার হাতিরঝিলের পানি দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (১৪ জুন) হাতিরঝিল এলাকা পরিদর্শনের পর তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, হাতিরঝিলের পানি দূষণ রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং এই লক্ষ্যে সময়ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন জরুরি।

পরিদর্শনের সময় রাজউকের সদস্য (উন্নয়ন) মো. হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, স্থপতি ইকবাল হাবিব, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-১), নির্বাহী প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজউক চেয়ারম্যান পানি শোধনের পাশাপাশি হাতিরঝিলের ভেতরে অবস্থিত দ্বীপের সংযোগ সড়ক অপসারণ করে সেটিকে জীববৈচিত্র্যবান্ধব দ্বীপে রূপান্তরের পরিকল্পনা গ্রহণের কথা জানান। একইসঙ্গে লেকে পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধির জন্য গতিপথ প্রসারিত করার নির্দেশ দেন এবং দ্বীপটিকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাতিরঝিলের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষ টেকনিক্যাল টিম গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। এই টিম রাস্তাঘাট, ফুটপাত, ওয়াকওয়ে, লাইটিংসহ অন্যান্য স্থাপনার অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা করবে।

পর্যটকদের জন্য হাতিরঝিলের ইতিহাস, প্রকল্পের ধরন ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরতে ‘হাতিরঝিল কর্নার’ এবং একটি তথ্যভিত্তিক লাইব্রেরি স্থাপনেরও ঘোষণা দেন রাজউক চেয়ারম্যান। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাতিরঝিল কেবল বিনোদনের স্থান নয়, বরং একটি টেকসই ও শিক্ষামূলক নগর উন্নয়ন প্রকল্প হিসেবে গড়ে উঠবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন