Ridge Bangla

হাজিরা খাতায় একদিনের স্বাক্ষরে পুরো মাসের বেতন, অফিসে অনুপস্থিত থাকলেও বিষয়টি সিরিয়াস নয়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক মুহাম্মদ খোরশেদ আলমের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাংবাদিকদের বলেন বিষয়টি সিরিয়াসলি না নিতে।

অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই তিনি হাজীগঞ্জে যোগদান করেন। পরবর্তী সময়ে কয়েক মাস চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে নিয়মিত উপস্থিত হচ্ছেন না। অভিযোগ রয়েছে, তিনি মাসে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই পুরো মাসের উপস্থিতি নিশ্চিত করেন।

স্থানীয়দের দাবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা মিলির সহযোগিতাতেই এ অনিয়ম চলছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠলেও দীর্ঘদিন কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য নিয়ন্ত্রক ফারজানা মিলি বলেন, “খাদ্য পরিদর্শক নিয়মিত অফিসে না এলেও অফিসের কাজ চালু আছে। তাই বিষয়টিকে অতটা সিরিয়াসলি না নিলেও হবে। জীবনে সব কিছু সিরিয়াসলি নিতে হয় না।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, পরিদর্শককে তিনি এখন অব্দি একদিনও অফিসে দেখেননি। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন