গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া সরকারি উন্নয়ন প্রকল্প ও রাজস্ব খাতের অর্থ থেকে ভুয়া টেন্ডার ও জাল কাগজপত্র ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা উত্তোলন করে বিদেশে পাচার করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাদের পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেন। এই প্রক্রিয়ায় তারা ভূয়া বিল ও নথিপত্র তৈরি করে সিটি করপোরেশনের অর্থ লোপাট করেন। পুরো ঘটনা ছিল পূর্বপরিকল্পিত এবং সুসংগঠিত।
দুদক ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মামলার অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।