Ridge Bangla

হাউজফুল ‘দাগি’র পর এবার ‘আকা’র প্রস্তুতি নিশোর

সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র দাগি প্রেক্ষাগৃহে হাউজফুল হওয়ার পাশাপাশি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। দেশজুড়ে সাফল্যের পর সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে—অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায়।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিশোর নতুন কাজের খবর সামনে এলো। এবার তিনি আসছেন ওটিটি প্ল্যাটফর্মে একটি থ্রিলার সিরিজ নিয়ে। সিরিজটির নাম আপাতত আকা, পরিচালনায় আছেন ভিকি জাহেদ। নিশোর বিপরীতে থাকছেন ‘তুফান’ সিনেমাখ্যাত মাসুমা রহমান নাবিলা। ইতোমধ্যে সিরিজটির শুটিং শেষ হয়েছে।

নিশো ও ভিকি জাহেদ এর আগেও পুনর্জন্ম নাটকে একসঙ্গে কাজ করে আলোচনায় আসেন। আকা সিরিজটিও থ্রিলার ঘরানার হলেও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সূত্র বলছে, সিরিজটির নাম পরিবর্তন হয়ে আজাদ হতে পারে।

সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশন এবং শহরের বাইরের এলাকায়। প্রাথমিকভাবে তানজিম সায়রা তটিনীর থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে নেওয়া হয়েছে মাসুমা রহমান নাবিলাকে।

‘তুফান’ সিনেমার পর নাবিলা অভিনয়ে বিরতি নেন। এবার নিশোর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন ওটিটিতে। অপরদিকে, দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন আফরান নিশো। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তির সময় হইচই প্ল্যাটফর্মে সাড়ে ষোলো নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল, যা তেমন সাড়া ফেলতে পারেনি।

এই নতুন সিরিজে দর্শকরা নিশোকে দেখতে পাবেন একেবারে নতুন রূপে। সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি, যিনি একজন কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।

নতুন গল্প, নতুন জুটি ও আন্তর্জাতিক মুক্তির সম্ভাবনা—সব মিলিয়ে আকা সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

আরো পড়ুন