Ridge Bangla

হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন মারা গেছেন

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে শেষপর্যন্ত পরাজিত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলীয়-মার্কিন এই অভিনেতা। শুক্রবার (৪ জুলাই) তার স্ত্রী কেলি ম্যাকমাহন ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “ক্যানসারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর জুলিয়ান শান্তিপূর্ণভাবে আমাদের ছেড়ে গেছেন।” একইসঙ্গে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে টিভি সিরিজ ‘নিপ/টাক’-এর অফিসিয়াল ফেসবুক পেজ।

২০০০ দশকের অন্যতম জনপ্রিয় সিরিজ Nip/Tuck-এ ডক্টর শনে ম্যাকনামারা চরিত্রে অভিনয় করে জুলিয়ান ম্যাকমাহন বিশ্বজুড়ে পরিচিতি পান। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ছয়টি মৌসুমে প্রচারিত এই সিরিজটি পেয়েছিল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে ১৮টি মনোনয়ন।

টিভির পাশাপাশি বড় পর্দায়ও সাফল্য পেয়েছেন ম্যাকমাহন। মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত সুপারহিরো চলচ্চিত্র Fantastic Four (২০০৫ ও ২০০৭)-এ তিনি খলনায়ক ডক্টর ভিক্টর ভন ডুম চরিত্রে অভিনয় করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন জেসিকা আলবা ও ক্রিস ইভান্স। এই চরিত্রটিই আবার পর্দায় ফিরতে যাচ্ছে Avengers: Doom’s Day ছবিতে, যেখানে অভিনয় করবেন রবার্ট ডাউনি জুনিয়র।

তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ Charmed, Profiler, FBI: Most Wanted এবং নেটফ্লিক্সের The Residence। চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পেতে যাওয়া নিকোলাস কেজ অভিনীত The Surfer ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে, যা তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে ইতিহাসে রয়ে যাবে।

১৯৮০ দশকের শেষদিকে অভিনয়জগতে যাত্রা শুরু করেন জুলিয়ান ম্যাকমাহন এবং মৃত্যুর আগপর্যন্ত টিভি ও চলচ্চিত্রে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছিলেন। তার এই অকালপ্রয়াণে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন