খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ফ্রিজে রাখা ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক সেলিম হাওলাদার কয়রা সদরের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত এইচ. এম. শওকত হোসেনের পুত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার (১০ অক্টোবর) দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিয়ে ৬ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকায় সেলিম হাওলাদারের বাড়ি থেকে মাংসসহ তাকে আটক করে। পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও অভিযুক্ত সেলিমকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানিয়েছেন, ফ্রিজে সংরক্ষিত প্রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদারকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে শিকার করা হয় এই হরিণের মাংস, যা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করেছিলেন আটক সেলিম হাওলাদার। ঘটনার বিস্তারিত জানতে এখনো তদন্ত চলমান।