Ridge Bangla

হরমুজ প্রণালিতে ইরানের মাইন রাখার প্রস্তুতির খবরে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের নৌযানে সামুদ্রিক মাইন উঠিয়েছে—এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার জবাবে হরমুজ প্রণালি অবরোধের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তেহরান। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা কর্মকর্তা, যারা নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চেয়েছেন।

তাঁরা জানান, ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার কিছু সময় পরেই যুক্তরাষ্ট্র ইরানের এ ধরনের প্রস্তুতির বিষয়টি শনাক্ত করে। বিষয়টি নিয়ে এর আগে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

যদিও হরমুজ প্রণালিতে মাইন তোলা হয়েছে, এখনো সেগুলো মোতায়েন করা হয়নি। তবে এটি ইঙ্গিত দেয় যে তেহরান বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যপথে জাহাজ চলাচল বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ পাড়ি দেয়, যার কারণে এ ধরনের পদক্ষেপ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর ইরানের সংসদ হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য পদক্ষেপকে সমর্থন করে বলে জানা যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

ইরান দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়ে এলেও কখনো তা বাস্তবায়ন করেনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কবে মাইনগুলো লোড করেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এমনকি সেগুলো পরে আনলোড করা হয়েছে কি না, তাও পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কীভাবে এই গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট চিত্র ও গোপন সূত্রের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে পেন্টাগন বা জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালি ওমান ও ইরানের মাঝামাঝি অবস্থিত এবং এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের মাধ্যমে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। এখানে মাইন স্থাপন বিশ্ববাণিজ্যে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, নৌ মাইন হচ্ছে এক ধরনের স্বয়ংসম্পূর্ণ বিস্ফোরক অস্ত্র, যা পানিতে স্থাপন করে শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

আরো পড়ুন