হবিগঞ্জের দুটি উপজেলায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটে সোমবার রাত ও মঙ্গলবার সকালবেলা। নিহতরা হলেন মাধবপুর উপজেলার কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাট উপজেলার পরাঝার গ্রামের মুক্তার মিয়া (২৬), যিনি আইয়ুব আলীর ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম জানান, সোমবার রাতে ঝড়ে পরাঝার গ্রামে একটি গাছের ডাল ভেঙে পড়ে। রাতেই মুক্তার মিয়া সেই গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার কালিনগর গ্রামে একই ধরনের ঘটনায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান আব্দুর রহমান নামের এক বৃদ্ধ। দুইটি মৃত্যুই এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয় প্রশাসন সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।