Ridge Bangla

হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের হত্যা করা।”

তিনি আরও অভিযোগ করেন, কর্মসূচি শেষে মাদারীপুরের পথে গোপালগঞ্জে তাদের গাড়িবহরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী হামলাকারীদের পক্ষে ছিলেন, যদিও তাদের সহায়তায় এনসিপির নেতারা শেষ পর্যন্ত খুলনায় পৌঁছাতে সক্ষম হন।

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, গুলি ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপর সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এনসিপির শীর্ষ নেতারা সন্ধ্যায় খুলনায় পৌঁছান এবং সার্কিট হাউজে অবস্থান নেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং সারোয়ার তুষার প্রমুখ।

আরো পড়ুন