Ridge Bangla

হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীকে ধরে নেওয়ার সময় আটক তিন

হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীকে ধরে নেওয়ার সময় আটক তিন

রাজবাড়ির গোয়ালন্দে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে পদ্মার চরের দিকে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। রোববার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে চর মহিদাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তি সবুজ আলী পাবনা জেলার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তিনি গোয়ালন্দে এসেছিলেন। সেখান থেকে দৌলতদিয়ায় যাওয়ার পর একদল দুর্বৃত্ত তাকে কৌশলে আটকে ফেলে। অভিযুক্তরা তার সঙ্গে থাকা টাকা পয়সা কেড়ে নেয় এবং আরও ২ লাখ টাকা দাবি করে।

সবুজ আলী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার উদ্দেশ্যে একটি ইজিবাইকে করে পদ্মার চরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে চর মহিদাপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে তিনি চিৎকার দিলে স্থানীয় একটি মুদি দোকানের সামনে উপস্থিত লোকজন তার চিৎকারে সাড়া দেয়। তখন স্থানীয়রা ইজিবাইকসহ তিনজনকে আটক করে। অভিযুক্তদের কাছ থেকে চাঁদাবাজির ১১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সবুজ আলী নিজে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন