Ridge Bangla

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “যারাই তাকে আঘাত করেছে, তাদের উদ্দেশ্য ছিল হত্যা করা। এটা স্পষ্ট।” তিনি আরও জানান, নুরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও সংকটাপন্ন। বিশেষ করে যেসব জায়গায় আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং ব্রেন ইনজুরিও রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। তবুও তিনি খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাবার নিতে হচ্ছে। সুস্থ হতে অনেক সময় লাগবে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, “অভ্যুত্থানের পরও যদি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন, তা দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নুরকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন