রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় জামিননামা দাখিল করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তিনি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে এ জামিননামা জমা দেন।
সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে অপু বিশ্বাস তার আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন।
অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষের পথে থাকায় তিনি আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই তিনি আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করবেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়। এতে অপু বিশ্বাস, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।
এছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, এই তারকারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন।