জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে কলকাতার বাইপাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শীতকালীন মৌসুমে টানা অনুষ্ঠান ব্যস্ততার কারণে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। ধারাবাহিক কর্মচাপের মধ্যেই হঠাৎ অসুস্থবোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
জানা যায়, শনিবার হঠাৎ অসুস্থবোধ করলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নচিকেতাকে। সেখানে বিভিন্ন পরীক্ষার পর দেখা যায়, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শমত বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, জীবনমুখী গানের মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয়তা লাভ করেছেন নচিকেতা। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’র মতো জনপ্রিয় গানগুলো শ্রোতাদের মুখে মুখে।