Ridge Bangla

হঠাৎ বোরকা পরে কোথায় গেলেন পরীমনি?

চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে যতটা আলোচনায় থাকেন, পেশাগত জীবনে তিনি ততটাই দৃঢ় অবস্থান তৈরি করেছেন। প্রেম করে বিয়ে করেছিলেন সহঅভিনেতা শরিফুল রাজকে। দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। বর্তমানে কাজের ফাঁকে পরীমনি সময় কাটান ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে ঘিরেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো নানা খুনসুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার পরীমনি হঠাৎই কালো বোরকা পরে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সঙ্গে ছিল রাজ্য ও তার দত্তক মেয়ে। ভিডিওতে শোনা যায়, রাজ্য মাকে আগে “মা” বলে ডাকলেও এখন থেকে “আম্মু” বলা শুরু করেছে। পরীমনি জানিয়েছেন, মূলত বাচ্চাদের ভ্যাকসিন দিতে নিয়েই তার এ ভিন্ন সাজে বের হওয়া।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। আর বড়জনকে দেখেন, কি করে!”—এর সঙ্গে তিনি জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

ভক্তরা ভিডিও দেখে একদিকে যেমন অবাক হয়েছেন, অন্যদিকে প্রশংসা করেছেন সন্তানদের প্রতি পরীমনির ভালোবাসা ও যত্নশীল মনোভাবের। কেউ কেউ মন্তব্য করেছেন, মা হিসেবে পরীমনি তার দায়িত্ব দারুণভাবে পালন করছেন। আবার অনেকেই বলেছেন, গ্ল্যামার জগতে ব্যস্ত থাকা সত্ত্বেও সন্তানদের অগ্রাধিকার দেওয়া সত্যিই প্রশংসনীয়। অভিনয় জীবনের পাশাপাশি নিজের মাতৃত্বজীবনকেও সমান গুরুত্ব দিয়ে পরীমনি বারবার প্রমাণ করছেন—তারকা হয়েও তিনি সবার আগে একজন মা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন