Ridge Bangla

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজারের বেশি বাংলাদেশি, মৃতের সংখ্যা ৮ জন

চলতি বছর পবিত্র হজ পালনে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার (১৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস পরিচালিত মোট ১২৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন।

হজ পোর্টালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এদের মধ্যে ৪ হাজার ৫৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৪ হাজার ৫২০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ছিল ৬২টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি এবং ফ্লাইনাসের ১৬টি।

এদিকে, হজ কার্যক্রম চলাকালে আরও একজন হজযাত্রীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। মৃত্যুর কারণ ও স্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছর হজ ব্যবস্থাপনা নির্ধারিত সময় অনুযায়ী সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে হজ অফিস। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ হজ মিশন হজযাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হজযাত্রীদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন