Ridge Bangla

হজ নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর, বাড়ছে না সময়সীমা

আগামী বছর (২০২৬) হজে অংশ নিতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী এ সময়সীমা আর বাড়ানো হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে দেশের সব মুসলিম নাগরিককে মোবাইল খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে নিবন্ধনের শেষ সময় জানাতে নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় বলছে, বার্তাটি বিনামূল্যে দেশের সব মোবাইল ব্যবহারকারীর কাছে পাঠাতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১,২৭,১৯৮ জন বাংলাদেশি হজ পালন করার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে। প্রাথমিক নিবন্ধনের জন্য হজপ্রত্যাশীদের ৪ লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে সরকারি হজ প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট অর্থ পরিশোধ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, নিবন্ধনের সময়সীমা এক মাসেরও বেশি বাকি থাকলেও এখনো সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি হজ প্যাকেজ ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের শেষ সময়সীমা ১২ অক্টোবরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন