Ridge Bangla

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব বর্মণকে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর পর শনিবার বিকেলে এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বছর আগস্ট থেকে হাসপাতালের ওয়ান–স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. ধনদেব। হাসপাতালে সেবার মান, জরুরি বিভাগের কার্যক্রম ও স্টাফদের উপস্থিতি যাচাইয়ে ডিজি আবু জাফর পরিদর্শনে গেলে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের একটি কক্ষে টেবিল রাখার কারণ জানতে চান তিনি। এ সময় ডা. ধনদেব তার বিভাগে রোগীর চাপ, জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতা তুলে ধরে ডিজির সঙ্গে উত্তেজিত তর্কে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় ডিজি ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ধনদেবকে শোকজ নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় এবং সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন