Ridge Bangla

স্বামী নয়, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা শেঠি

বলিউডে ফের কাঁপন সৃষ্টি হয়েছে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে কেন্দ্র করে। ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে। এই পরিস্থিতিতে রাজ বাড়ি ছাড়েন। আর এ সুযোগে শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন শিল্পা শেঠি। ব্যক্তিগত ও আইনি ঝড়ের মধ্যে এবার আরও নাটকীয় মোড় নিয়েছে তারকার জীবন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। মুক্তির আগে প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের দান করার ঘোষণা দেন রাজ। তবুও তাকে নিয়ে বিতর্ক থামেনি। সম্প্রতি ফারহা খান শিল্পার বাড়িতে এসে তার নতুন চ্যানেলের অনুষ্ঠান সম্পর্কিত কাজের জন্য উপস্থিত হন। সেখানে ফারহার প্রশ্নে শিল্পা জানালেন, তিনি তার স্বামী নয়, বরং প্রেমিকের সঙ্গে থাকেন।

শিল্পা মজার ছলে ফারহাকে বলেন, “এই তো জীবন, স্বামী চলে যাওয়ার আগেই প্রেমিক এল।” পরে স্পষ্ট করে জানান, প্রেমিকের সঙ্গে থাকার অর্থ, আসলে স্বামী রাজ কুন্দ্রার চরিত্রের প্রেক্ষাপট; ‘মেহর’ ছবিতে রাজকে সর্দারের চরিত্রে দেখা গেছে। শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

এদিকে, আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্ বস ১৯’। এ বছর রাজও এতে অংশ নিচ্ছেন। এছাড়া তার তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে বছরের শুরুটা ভালো যাচ্ছিল রাজের জন্য, কিন্তু হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন বিতর্কে জড়িয়ে পড়তে হলো রাজ-শিল্পাকে। শিল্পার ব্যক্তিগত জীবন ও রাজের আইনি ঝড় এবার আবারও বলিউড মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন