দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও, সম্প্রতি স্বামীর বিরুদ্ধে নতুন এক বিস্ফোরক অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে ট্যাগ করে তিনি লেখেন, “আইনত এখনো বিবাহিত এবং দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও অরিন্দম চক্রবর্তী নিজের বাড়িতে রক্ষিতাকে নিয়ে সহবাস করছেন। এটা কি আইনি?”
রিয়া প্রশ্ন তোলেন, “উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলে কি তার এই বাড়তি সাহস?” পাশাপাশি অরিন্দমের সরকারি চাকরির পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজ পরিচালনার বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সূত্রের বরাতে জানা গেছে, অরিন্দম বর্তমানে মালদা জেলার পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন, যিনি একসময় রিয়ার পরিচিত ছিলেন।
রিয়া বলেন, “আমি সন্তানদের মুখ চেয়ে এতদিন সব সহ্য করেছি। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”
উল্লেখ্য, কিছুদিন আগে রিয়া সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও তখন আইনি বিচ্ছেদ হয়নি। এবার নতুন করে সহবাস সংক্রান্ত অভিযোগের পর প্রশ্ন উঠছে—রিয়া কি এবার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন?
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় এবং বলিউডেও কাজ করা এই অভিনেত্রী বলেন, “বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না। নিজেকে ও সন্তানদের জন্য নতুন করে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু বারবার বাধা আসছে।”