Ridge Bangla

‘স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না’: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বহুবার রাজনৈতিক বাণিজ্য হয়েছে এবং বিভিন্ন উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। তবে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য তুলে ধরে জাতিকে আর বিভক্ত করার সুযোগ দেওয়া যাবে না।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশকে বৈষম্যহীন, শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতা দেখা গেছে। এর মাধ্যমে জনগণকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে বিভক্ত করা হয়েছে, যা দেশের ঐক্যের জন্য ক্ষতিকর। এখন আর এই ধরনের বিভাজনমূলক রাজনীতি বরদাস্ত করা হবে না।

বাংলাদেশের নিরাপত্তার জন্য স্বৈরশাসনকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই ভূখণ্ড নিয়ে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনা যাতে ব্যর্থ হয়, সেজন্য সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতি গঠন না হলে দেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন হুমকির মুখে পড়তে পারে। তাই স্বাধীনতার চেতনাকে বিভাজনের হাতিয়ার নয়, বরং ঐক্যের ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে।

আরো পড়ুন