বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বৃহত্তর মিরপুর জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ২০২৫ ও শহীদ পরিবার এবং আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, গত ১৫ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তারা নাগরিক অধিকার ফিরে পাবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আর সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী সরকার শিক্ষাক্ষেত্রকে দলীয়করণ করেছে। শিক্ষক-শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক কর্মসূচিতে টানা হয়েছে। বিএনপি চায় শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনভাবে চলুক এবং শিক্ষকরা নিজের সত্তা বজায় রেখে শিক্ষার মান উন্নয়নে কাজ করুন।
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দেবে। শহীদ পরিবারদের সম্মাননা প্রদানকালে তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মিরপুর থানা যুবদল আহ্বায়ক মো. শাকিল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।