দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারের নির্দেশ অমান্য করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়াসহ নানা গুরুতর অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সাময়িক বরখাস্তকৃত) ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ধনঞ্জয় কুমার দাস ২০২৪ সালের ৩১ আগস্ট বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে পরিচালক পদে যোগদানের পর থেকে ৩ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ‘পলায়ন’ সংজ্ঞার অন্তর্ভুক্ত।
এছাড়া তাকে সরকারের নির্দেশ অমান্য করে ‘অসদাচরণ’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার কারণে সরকারি কর্মচারী আচরণবিধি ভঙ্গের অভিযোগও ওঠে। এসব অভিযোগে বিভাগীয় মামলা রুজু হলে তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ প্রমাণিত হয়। তবে রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত অভিযোগের প্রমাণ মেলেনি।
দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ধনঞ্জয় কুমার দাস কোনো জবাব দেননি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ বরখাস্তের আদেশ কার্যকর ধরা হবে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর থেকে।