Ridge Bangla

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে।” তিনি আরও উল্লেখ করেন, “এজন্য পুলিশ তৎপর থাকবে যাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধ করা যায় এবং যারা পরিস্থিতির অবনতি করতে চায়, তাদের আইনের আওতায় আনা হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন