অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বিশ্ব পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ বেছে নিতে হবে।”
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে আয়োজিত ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে আসা ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলনের মত। পূর্ববর্তী সরকার এ দিবস পালনে আপত্তি জানালেও ৫ আগস্টের পর এবারই প্রথম বাংলাদেশে এটি উদ্যাপন করা সম্ভব হলো।”
তিনি বলেন, “স্বাস্থ্যসেবার ন্যায্যতা নিশ্চিত করতে সামাজিক ব্যবসা সবচেয়ে কার্যকর উপায়। এটি দান নয়, বরং টেকসই সমাধান ভিত্তিক একটি উদ্যোগ। এর মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
এ বছরের সোশ্যাল বিজনেস ডে’র প্রতিপাদ্য ছিল—“সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।”
ড. ইউনূস আরও বলেন, “শিক্ষার মূল কাজ হওয়া উচিত মানুষকে স্বপ্ন দেখতে শেখানো। কারণ, স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতার দিশা দিচ্ছে—একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য। বিষণ্ন নয়, আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে চাই এবং এই পথ আমাদেরই তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসার ভবিষ্যৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং উদ্ভাবনী অর্থনীতি নিয়ে মতবিনিময় করছেন।