Ridge Bangla

স্পেনের দাবানলে তিনজনের মৃত্যু, নিয়ন্ত্রণে ইইউ’র সহায়তা

স্পেনে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক। দাবানল নিয়ন্ত্রণে সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দুটি পানি নিক্ষেপকারী বিমান পাঠিয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো স্পেনে ইইউ’র দুর্যোগ সহায়তা প্রক্রিয়া সক্রিয় হলো। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইইউ এ তথ্য জানায়।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে-মারলাস্কা জানান, বিমানগুলো এখনও ব্যবহার করা হয়নি, তবে প্রয়োজনে এগুলো কাজে লাগানো হবে। এরই মধ্যে লিওনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে গুরুতর দগ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক মারা যান। তিনি এ অঞ্চলে আগুনে নিহত দ্বিতীয় স্বেচ্ছাসেবী এবং সর্বমোট তৃতীয় ব্যক্তি।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “লিওনে প্রাণ হারানো দ্বিতীয় স্বেচ্ছাসেবকের মৃত্যুতে আমরা আবারও গভীরভাবে শোকাহত। এই অসহনীয় সময়ে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন।”

দেশটির আবহাওয়া সংস্থা আমেত সতর্ক করেছে, চলমান তাপপ্রবাহ সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়া পরিস্থিতি স্পেনে দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে, যা দেশটির পরিবেশ ও জনজীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন