Ridge Bangla

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ড. তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে তোফায়েল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন। একইসঙ্গে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। বুধবার বিকালে হৃদযন্ত্রে রিং পরানোর প্রস্তুতি নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গবেষণা, লেখালেখি ও নীতি প্রণয়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ ক্ষেত্রে তিনি ছিলেন স্বীকৃত বিশেষজ্ঞ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে শিক্ষাঙ্গন ও স্থানীয় সরকার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও গবেষকরা তাকে এক প্রজ্ঞাবান শিক্ষক, নিবেদিতপ্রাণ গবেষক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে স্মরণ করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন