Ridge Bangla

স্ত্রী নির্যাতনে শীর্ষে বরিশাল, তালিকার নিচে সিলেট

বাংলাদেশে স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের হার সবচেয়ে বেশি বরিশাল ও খুলনা বিভাগে, আর সবচেয়ে কম সিলেট বিভাগে—এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথভাবে পরিচালিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪’-এ।

প্রতিবেদন অনুযায়ী, জীবদ্দশায় স্বামীর হাতে শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক সহিংসতা কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন এমন নারীর হার বরিশালে সর্বোচ্চ, প্রায় ৮২ শতাংশ। খুলনায় এই হার ৮১ শতাংশ এবং সিলেটে সবচেয়ে কম, প্রায় ৭৩ শতাংশ। ঢাকায়ও এই হার অপেক্ষাকৃত কম। অন্যদিকে চট্টগ্রামে ৭৬ শতাংশ, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে প্রায় ৭৫ এবং রংপুরে ৭৪ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

জরিপে আগের ১২ মাসে সহিংসতার শিকার হওয়ার হার বিবেচনায়ও বরিশাল শীর্ষে (৫৭ শতাংশ) এবং রাজশাহী বিভাগ সবচেয়ে নিচে (৪১ শতাংশ)। চট্টগ্রাম ও রংপুরে এই হার ৫৩ শতাংশ, খুলনায় ৫২, সিলেটে ৫০, ময়মনসিংহে ৪৮ এবং ঢাকায় ৪৫ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি। এসব এলাকায় ৮১ শতাংশ নারী জীবনে অন্তত একবার সহিংসতার শিকার হয়েছেন, যেখানে দুর্যোগপ্রবণ নয় এমন এলাকায় এই হার ৭৪ শতাংশ। জরিপের আগের ১২ মাসে এই হার যথাক্রমে ৫৩ এবং ৪৭ শতাংশ।

জাতিসংঘের নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী, বাংলাদেশে জীবদ্দশায় স্বামীর হাতে সহিংসতার শিকার হয়েছেন এমন নারীর হার ৭০ শতাংশ এবং গত ১২ মাসে ৪১ শতাংশ। তবে দেশের সামাজিক বাস্তবতায় সহিংসতার ধরন বিবেচনায় এই হার দাঁড়ায় যথাক্রমে ৭৬ এবং ৪৯ শতাংশে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১৫–১৯ বছর বয়সী কিশোরীরা। এ বয়সী মেয়েদের মধ্যে গত এক বছরে ৬২ শতাংশ কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

জরিপে দেশের শহর, গ্রাম, বস্তি ও দুর্যোগপ্রবণ এলাকা থেকে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী মোট ২৭,৪৭৬ জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন