স্ত্রীর প্রশসংসায় ভাসলেন ট্রাম্প, চুমু খেয়ে বলেন—ও দারুণ কাজ করেছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী নিশ্চিত করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও বিজয় রেখা থেকে মাত্র কয়েক হাত দূরে থাকতেই নিজেকে জয়ী ঘোষণা করেন তিনি। ফ্লোরিডাতে দিয়েছেন ভাষণ। এ সময় তার সঙ্গে স্ত্রী মেলানিয়া ছিলেন। ভাষণে মেলানিয়াকে ধন্যবাদ জানান। মঞ্চে উপস্থিত মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। এ সময় উচ্ছ্বসিত ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়ার গালে চুমু খান।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরপরই ট্রাম্প নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বক্তব্য দেন। তিনি তার স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করেন। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া এক নম্বর বই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’ ট্রাম্প আরও বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন।

মঞ্চে একে একে ডাকা হয় ট্রাম্পের সন্তানকে। পরে ট্রাম্প স্ত্রীর পাশাপাশি সন্তানদেরও ধন্যবাদ জানান। তাদের ‘চমৎকার সন্তান’ বলে অভিহিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *