Ridge Bangla

স্ক্রিনশট ফাঁস, ব্যক্তিগত দ্বন্দ্বে জড়ালেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়

জি বাংলার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’-এর সহশিল্পী জিতু কামাল ও দিতিপ্রিয়া রায় এবার নাটকের বাইরে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে সরগরম টালিউড।

ঘটনার সূত্রপাত হয় জিতুর একটি ফেসবুক পোস্ট থেকে। শুটিংয়ের একটি ছবি শেয়ার করলে দিতিপ্রিয়া সেটিকে অনুপযুক্ত মনে করে প্রোডাকশন হাউসকে জানান। পরে জিতু ছবিটি মুছে ফেললেও তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শুটিং ফ্লোরে কথা বলা বন্ধ হয়ে যায়। যদিও পরে হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু হয়, সেখান থেকেই নতুন বিতর্কের জন্ম নেয়।

দিতিপ্রিয়া ফেসবুকে অভিযোগ করেন, সহশিল্পী হোয়াটসঅ্যাপে তাকে অশোভন বার্তা পাঠিয়েছেন। তার ভাষায়, “একদিন তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি প্রেগন্যান্ট? এছাড়া মাঝরাতে একটি এআই-নির্মিত ছবি পাঠান, যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি, এবং বলেন—এটা তোমার বয়ফ্রেন্ডকে পাঠাও, রাতেই ব্রেকআপ হয়ে যাবে। প্রথমে মজা ভেবেছিলাম, কিন্তু পরে বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠে।”

যদিও তিনি নাম উল্লেখ করেননি, তবু এটি জিতুকে উদ্দেশ্য করেই লেখা বলে স্পষ্ট হয়। এর পরপরই জিতু ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি লেখেন, “ভিকটিম কার্ড খেলা নতুন কিছু নয়। দিতিপ্রিয়ার দোষ নেই, তাকে প্রভাবিত করা হচ্ছে। ও ভালো মেয়ে, একটু অপরিণত।”

স্ক্রিনশট ফাঁসের বিষয়ে জিতু বলেন, “আমারও সম্মান আছে। প্রমাণ না দিলে নিজেকে কীভাবে রক্ষা করতাম?”
ঘটনাটি টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনস্ক্রিন জনপ্রিয় জুটির এই দ্বন্দ্বে ভক্তরাও বিস্মিত। কে সঠিক আর কে ভুল—তা সময়ই বলবে, তবে নাটকের বাইরের এই বাস্তব কাহিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন