টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। তবে এবারের ফাইনালে পৌঁছানো সহজ ছিল না। নাটকীয় এক লড়াইয়ে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতেই গোল করে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১০ মিনিটে গোলের দেখা পান সাদিও মানে। তবে মাত্র ছয় মিনিট পরেই স্টিভেন বারউইনের গোলে সমতা ফেরায় আল ইত্তিহাদ।
ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর ফোন কলেই আল নাসরে যোগ দেন জোয়াও ফেলিক্স। সেই রোনালদো-ফেলিক্স জুটিই শেষ পর্যন্ত ফাইনালের পথ খুলে দেয়। রোনালদোর অ্যাসিস্টে গোল করেন ফেলিক্স, যা নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।
তবে ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় আল নাসর। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মানেকে। ফলে ১০ জনের দল নিয়েই বাকি সময় লড়াই চালায় রোনালদোর দল। কিন্তু সংখ্যায় পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রতিরোধ গড়ে জয় ধরে রাখে আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছায় তারা।
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও আল কাদেসিয়া। সেই ম্যাচ থেকেই নির্ধারিত হবে রোনালদোদের ফাইনালের প্রতিপক্ষ।