Ridge Bangla

সৌদি আরবে হজ কাউন্সিলর হিসেবে দায়িত্ব পেলেন উপসচিব কামরুল ইসলাম

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের নতুন কাউন্সিলর (হজ) হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি বর্তমান কাউন্সিলর (হজ) যুগ্ম সচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসের সাংগঠনিক কাঠামোয় উপসচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের এই পদে জহিরুল ইসলাম ২০২০ সালের ১ নভেম্বর যোগ দিয়েছিলেন। তাঁর চার বছরের মেয়াদ শেষ হয় গত বছর।

উল্লেখ্য, গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় এই শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনকৃত উপসচিব পদমর্যাদার ২৭ জন কর্মকর্তার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মো. কামরুল ইসলামকে এই পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন