সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম হুজ্জাতুল ইসলাম শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার মৃত্যুতে বিশ্ব মুসলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এক বিবৃতিতে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে। সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, শায়েখ আব্দুল আযিজ ছিলেন কোরআন-সুন্নাহর অকৃত্রিম দাঈ, দালিলিক ফতোয়ার নির্ভরযোগ্য আলেম এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রকৃত রাহবার। তার মৃত্যুতে উম্মাহ এক মহান পথপ্রদর্শককে হারালো। প্রায় সাড়ে তিন দশক ধরে তিনি হজের সময় আরাফার ময়দানে হাজীদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেছেন। তার খুতবা সবসময় কোরআন ও সুন্নাহভিত্তিক ছিল, যা মুসলিমদের জন্য দিকনির্দেশনার অমূল্য সম্পদ হয়ে থাকবে।
শায়েখ আব্দুল আযিজ দীর্ঘ সময় ধরে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ওলামা বোর্ডের সভাপতি এবং ইসলামী শরীয়াহ গবেষণা ও ইফতা বোর্ডের প্রধান। তার নেতৃত্বে সৌদি আরবসহ বিশ্ব মুসলিমরা গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনা পেয়েছে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ মরহুমের পরিবারের প্রতি, সৌদি আরবের জনগণের প্রতি এবং গোটা মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া জানানো হয়েছে যেন তিনি মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তার রেখে যাওয়া মিশনগুলো মুসলিম উম্মাহর মধ্যে অব্যাহত রাখেন।