কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংলাপ থেকে পাওয়া সুপারিশসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে উপস্থাপন করা হবে।
রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এ সংলাপ মূলত সেপ্টেম্বরে নিউইয়র্ক বৈঠকের প্রস্তুতিমূলক ধাপ। এর বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গাদের সরাসরি অংশগ্রহণ, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরবেন। এই মতামত পরবর্তী আন্তর্জাতিক আলোচনায় প্রতিফলিত হবে।
তিনি আরও জানান, সংলাপের কাঠামো চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর সাজানো হয়েছে। এগুলো হলো— মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবিলা, রাখাইনের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান।
পররাষ্ট্র সচিব বলেন, সংলাপ শেষে একটি ‘চেয়ার’স সামারি’ তৈরি হবে, যেখানে আলোচনার মূল সারসংক্ষেপ ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে। মানবিক সহায়তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, নতুন সহায়তা না পেলে ভয়াবহ মানবিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। তাই বর্তমান দাতাদের পাশাপাশি নতুন উৎস থেকেও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে।