Ridge Bangla

সোনারগাঁয়ে সবুজ বিপ্লব: ১০ হাজার গাছ রোপণ করলেন ডিসি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অংশ হিসেবে একদিনেই রোপণ করা হয়েছে ১০ হাজার গাছ। রোববার (২৯ জুন) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

জেলাজুড়ে এক লাখ গাছ লাগানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে “সবুজে ঘেরা সোনারগাঁ” গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী কর্মসূচির আওতায় বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বৃক্ষরোপণের আগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তৈরি ওয়েবসাইট উদ্বোধন করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার প্রকল্পেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন