Ridge Bangla

সোনারগাঁয়ে একই ওড়নায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত (১১ অক্টোবর) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। তাদের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। সন্তান সাফরান এখন মা-বাবা দুজনকেই হারিয়ে অনাথ হয়ে পড়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত এ দম্পতির। সম্প্রতি ঝগড়ার মাত্রা বাড়ে। শুক্রবার রাতে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন