Ridge Bangla

সোনাক্ষী সিনহার সমালোচকদের জবাব, “নিজের কাজে মন দিন”

বিয়ের পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল। এবার এই দম্পতি চর্চার কেন্দ্রে আসেন আবু ধাবির শেখ জায়েদ মসজিদের কিছু ছবি প্রকাশের কারণে। সম্প্রতি তারা মসজিদ পরিদর্শনে যান এবং সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

তবে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনরা সমালোচনার ঝড় তুলেন। বিশেষত এক ছবিতে দেখা যায়, সোনাক্ষী ও জাহির দু’জনে জুতো পরে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দ্রুত ভাইরাল হয়ে নেটপাড়ায় উত্তেজনা সৃষ্টি করে।

সোনাক্ষী সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়ায় জবাব দেন। তিনি জানান, “আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম, মসজিদের মূল ভবনের ভেতরে কোনো অবস্থাতেই জুতো পরিনি।” তিনি আরও বলেন, “মসজিদের ভেতরে প্রবেশের আগে আমরা নির্দিষ্ট স্থানে জুতো খুলে রেখেছিলাম। এটুকু বোধ আমাদের আছে। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন