Ridge Bangla

সোনাইমুড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে সিতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে। শুক্রবার (২০ জুন) সকালে নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

নিহত সিতারা বেগম ওই গ্রামের মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। তিনি ঈদুল আজহা উপলক্ষে ছেলের বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ঘরে একা ঘুমাচ্ছিলেন। শুক্রবার সকালে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান। স্থানীয়রা জানান, ঘরের টিনের দেয়ালে সিঁধ কেটে ভেতরে ঢুকে তাকে হত্যা করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনাস্থল থেকে সিআইডি আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন