Ridge Bangla

সেমিফাইনালে ভারতের বদলে নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ভারতের বদলে এবার আসছে নেপাল। গ্রুপপর্বে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র এবং ভূটানকে ২-১ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে উঠেছে লাল-সবুজের দল। ১৬ মে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয় মালদ্বীপ ও ভূটানের মধ্যকার শেষ ম্যাচ ড্র হওয়ার ফলে (২-২)। অন্যদিকে, ‘বি’ গ্রুপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করে ভারত, যাদের প্রতিপক্ষ হবে মালদ্বীপ।

এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি শিরোপার লড়াই নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের যাচাইয়ের মঞ্চও বটে। ২০১৫ সালে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে রবার্তো লোপেজের দল।

ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে।

আরো পড়ুন