Ridge Bangla

সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

বর্ষা শেষে সাধারণত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমতে শুরু করে। কিন্তু এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন, যা মৌসুমের মধ্যে সর্বোচ্চ। এর আগে জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি রোগী।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর ও নভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বজায় থাকতে পারে। নিয়মিত বৃষ্টিপাত, অপরিকল্পিত নগরায়ণ, গ্রামীণ এলাকায় পানি জমে থাকা এবং কার্যকর মশক নিয়ন্ত্রণ কর্মসূচির অভাবকেই দায়ী করা হচ্ছে। শহরের বাইরে গ্রামে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।

চলতি বছর জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৭০৯ জন, মারা গেছেন ১৬৭ জন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটিতে ৮৩ জন। এরপর চট্টগ্রাম ও বরিশালে ২২ জন করে, ঢাকা উত্তরে ১৯, রাজশাহীতে ১০, খুলনায় ৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ডেঙ্গু আগামী কয়েক দশক গ্রামীণ জনপদে ভয়াবহ ভোগান্তি সৃষ্টি করবে। তিনি ঘর ও আঙিনা পরিষ্কার রাখা, মশা ধ্বংসে পদক্ষেপ নেওয়া এবং জাতীয় পর্যায়ে একটি সমন্বিত ডেঙ্গু গাইডলাইন প্রণয়নের তাগিদ দেন।

১৯ সেপ্টেম্বর দেশে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যদিও ওই দিনে কারও মৃত্যু হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন