রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও বসিলা এলাকায় সেনাবাহিনীর পরিচালিত অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চালানো এ অভিযানে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাসিম (৪৫), কালু (৫০) এবং আসিফ (২৫)। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, প্রথমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় কালু ও আসিফকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে নাসিমকে তার বাসা থেকে আরও ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
নাসিমের বাসা ও আশপাশের এলাকা থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা, আটটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন জব্দ করা হয়েছে। জানা গেছে, ক্যামেরাগুলো মোবাইলের সঙ্গে যুক্ত করে নাসিম দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে রাতেই তাঁদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।