Ridge Bangla

সুস্থতার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

রংপুরে এক প্রতিবন্ধী নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিন্টু মিয়া নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। রোববার (১০ আগস্ট) রাতে সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের বরাতে জানা গেছে, চিকিৎসার নামে মিন্টু মিয়া নিয়মিত ওই নারীর বাড়িতে যাওয়া-আসা করতেন। পরে একপর্যায়ে মিন্টু ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। রাজি না হলে তিনি অসুস্থতা থেকে সুস্থ হবেন না—এই ধরনের কথা বলে মিন্টু ওই নারীকে ভয় দেখাতে শুরু করেন।

গত ১ জুলাই মিন্টু নানা ভয়ভীতি দেখিয়ে ওই ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। এই ঘটনার কিছুদিন পরে গত ৮ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রংপুর মহানগরীর হাজিরহাট থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর করা মামলার পর থেকেই মিন্টু আত্মগোপনে চলে যান। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গত শনিবার (৯ আগস্ট) রাত ৮টার পরে রংপুরের কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

আরো পড়ুন