Ridge Bangla

‘সুর সম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী পালিত

গত ৮ অক্টোবর সঙ্গীত জগতের অমর কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৮৬২ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের অন্তর্গত বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে জন্মগ্রহণ করেন তিনি। সঙ্গীতপ্রেমী পরিবারের সন্তান আলাউদ্দিন খাঁর পিতা সদর হোসেন খাঁ নিজেও ছিলেন একজন খ্যাতনামা সঙ্গীতজ্ঞ।

শৈশব থেকেই প্রকৃতি ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন ‘আলম’ খাঁ নামে পরিচিত আলাউদ্দিন। তিনি প্রাথমিক সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন অগ্রজ ফকির আফতাবউদ্দিন খাঁর কাছে। পরে তালিম নেন তানসেন বংশীয় রবাবী ওস্তাদ কাশিম আলী খাঁর কাছে। মাত্র দশ বছর বয়সে যাত্রাদলে যোগ দিয়ে গ্রামবাংলার জারি, সারি, ভাটিয়ালি, কীর্তন ও বাউলসহ নানা লোকসঙ্গীতের সঙ্গে পরিচিত হন।

কলকাতায় গিয়ে তিনি প্রখ্যাত সংগীতসাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু মৃত্যুর পর যন্ত্রসঙ্গীতে মনোনিবেশ করে তিনি পারদর্শী হয়ে ওঠেন সেতার, বেহালা, তবলা, মৃদঙ্গ ও বাঁশিসহ বহু বাদ্যযন্ত্রে। ১৯৩৫ সালে বিশ্বভ্রমণে ইংল্যান্ডের রানী তাকে ‘সুরসম্রাট’ উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে তিনি পান পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মাননা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধি এবং দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।

বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খান ছিলেন তার শিষ্য। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে পুরান ঢাকার লালবাগ কেল্লায় আয়োজন করেছে এক বিশেষ ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে অংশ নেন তার প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খান এবং দেশের উদীয়মান ও প্রতিভাবান শাস্ত্রীয় সংগীতশিল্পীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন