বলিউডে দীর্ঘদিন অভিনয় করেও মুখ্য চরিত্রে সুযোগ পাওয়া ছিল সীমিত, এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন অভিনেত্রী দিব্যা দত্ত। দক্ষিণ ভারতীয় ছবিতে ডেবিউ করতে যাচ্ছেন তিনি, যেখানে তার অভিনয়কে নতুন মাত্রা দেওয়ার আশা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দিব্যা দত্ত এবার অভিনয় করেছেন ওটিটি সিরিজ ‘মায়াসভা’-তে, যেখানে তিনি একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটি তেলুগু ভাষায় তৈরি এবং গত ৭ আগস্ট সোনি লিভের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকরা দিব্যার অভিনয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
অভিনেত্রী নিজেও এই নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি আরও আঞ্চলিক ছবিতে কাজ করতে চাই। আশা করি এমন আরও সুযোগ আসবে যেখানে আমি আমার অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করতে পারব। ইতিমধ্যেই যে প্রশংসা পেয়েছি, তাতে আমি ভীষণভাবে আপ্লুত।”
৪৭ বছর বয়সী এই অভিনেত্রী স্বীকার করেছেন, প্রথমদিকে তিনি কিছুটা ভয় অনুভব করেছিলেন। কারণ এটি তার প্রথম কাজ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তবে চরিত্রটি সবসময় ইংরেজিতে কথা বলার কারণে ভাষার সমস্যার মুখোমুখি হতে হয়নি। তিনি বলেন, “এটি আমাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে।”
দিব্যার এই পদক্ষেপ বলিউডে সীমিত সুযোগের কারণে আঞ্চলিক ছবিতে নিজের অভিনয়কে প্রমাণ করার আগ্রহকে প্রতিফলিত করে। বিশেষ করে দক্ষিণী সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে অভিজ্ঞতার মাধ্যমে তার নতুন পরিচয় দর্শকদের সামনে তুলে ধরবে। এই ডেবিউকে নবজীবন হিসেবে দেখছেন অনেকেই।