Ridge Bangla

সুপার ফোর রাউন্ডের ১ম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

এশিয়া কাপের প্রথম রাউন্ডে অনেক নাটকীয়তার পর সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে সুপার ফোরে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলেই চার মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। কিন্তু পরের দুই বলে তিনি ও শেখ মেহেদি আউট হয়ে গেলে ফের চাপে পড়ে দল। অবশেষে নাসুম আহমেদ পঞ্চম বলে প্রয়োজনীয় রান নিয়ে জয় নিশ্চিত করেন।

এর আগে ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাস চাপ সামলে ৫০ রানের জুটি গড়েন। লিটন ব্যক্তিগত ২৩ রানে ফিরলেও সাইফ দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান এবং তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে আউট হন তিনি।

টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল বাংলাদেশ। এই ফরম্যাটে এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পেয়েছিল বাংলাদেশ।

ম্যাচে সাইফকে যোগ্য সঙ্গ দেন তাওহীদ হৃদয়। নিজের পঞ্চাশতম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ইনিংস খেলে ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এর মধ্য দিয়ে দেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন হাজার রানের মাইলফলক।

শেষদিকে জয়ের জন্য যখন সহজ সমীকরণ তৈরি হচ্ছিল, তখনই পরপর দুই উইকেট হারিয়ে ম্যাচে ফের উত্তেজনা ছড়ায়। তবে নাসুম শান্তভাবে রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। দাসুন শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন। এছাড়া কুশল মেন্ডিস ৩৪, পাথুম নিশাঙ্কা ২২ ও চারিথ আশালঙ্কা ২১ রান যোগ করেন।

এই ম্যাচে সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিবের পাশে বসেছেন এই পেসার।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আশালঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন